আশরাফ টেক্সটাইল মিলস্ হাই স্কুলের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২২

0
241
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীস্থ স্বনামধন্য ঐতিহ্যবাহী আশরাফ টেক্সটাইল মিলস্ হাই স্কুলের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল এর  মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: মা্হমুদ আলী মৃধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ওসমান আলী, কাজী সেলিম,মো. শাজাহান আলী, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,মাইলেশিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল আলম, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সেকান্দার আলী স্বপন, মামুন খান, হ্যাপি আক্তার সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।

প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্যেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্যে সামনের দিনগুলিতে পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করবে, সে বিষয়ে গুরত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে তিনি বলেন বিগত বছরে কৃতিত্বের সাথে শতভাগ পাঁশের গৌরব অর্জন করে আসছে আমি বিশ্বাস করি বরাবরের মতো এবছর ও শতভাগ পাঁশের মাধ্যমে ধারাবাহিতা অক্ষুণ্ণ রাখবে। বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here