Daily Gazipur Online

আশুলিয়া ও কোনাবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে ভিন্ন ভিন্ন অভিযানে রাজধানীর আশুলিয়া এবং গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ, ০১ টি পাথর ভর্তি ট্রাক, ০১টি পিকআপ এবং মাদক বিক্রিত নগদ ৪৩,২২২/-টাকাসহ মোট ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
১ আগস্ট গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর আশুলিয়া থানাধীন বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন চন্দ্রা-নবীনগর সড়কের নাভানা ফিলিং স্টেশনের পাশে অভিযান পরিচালনা করে দুই শতাধিক ফেন্সিডিলের বোতল, ০১টি পাথর ভর্তি ট্রাক এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী (১) মোঃ আজাদুল ইসলাম (২৭), জেলা-দিনাজপুর, (২) মোঃ আইয়ুব আলী (৫৯), জেলা-ঢাকা এবং (৩) মোঃ মর্তুজা (৪৫), জেলা-ঢাকা’দেরকে গ্রেফতার করা হয়।
অপর দিকে ১ আগস্ট রাতে একটি অভিযানে গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল গাজীপুর জেলার জরুন/পল্লী বিদ্যুৎ রোড, কোনাবাড়ী এম.এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কুদ্দুস নগর গাজীপুর এ অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক ফেন্সিডিল, ০১টি পিকআপ, মাদক বিক্রিত নগদ ৪৩,২২২/- টাকা এবং মাদক বিক্রিয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী (১) মোঃ নুর আলম @ মুন্নাফ (২৫), জেলা-বগুড়া, (২) মোঃ নুরুজ্জামান @ নুরু (৩৫), জেলা-দিনাজপুর এবং (৩) মোঃ আতিকুর রহমান (২৬), জেলা-দিনাজপুর’দের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকা হতে ফেন্সিডিল ক্রয় করে ঢাকা জেলাসহ আশ-পাশের এলাকায় পাইকারী দরে বিক্রয় করে থাকে।