আশ্রয়ণ প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন ও ত্রাণ বিতরণ

0
109
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন ও ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার উপশহর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে শিশুদের জন্য নির্মিত পার্ক উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৩ জনের মধ্যে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মানসিক বিকাশের জন্য এই শিশুপার্ক উদ্বোধন করা হলো। ছোট পরিসরে এই শিশুপার্কে চারটি রাইডস সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশুপার্ক স্থাপন করা হবে বলে তিনি জানান। পরে ৫৩ জন উপকারভোগীর মধ্যে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম ইউএনও জাহাঙ্গীর আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here