আসছে ঈদে চ্যানেল আইতে ১০ টেলিফিল্ম

0
227
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: প্রতি বছরের মতো এবারের ঈদুল ফিতরেও চ্যানেল আই সাজিয়েছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এ আয়োজনে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি প্রচার হবে ১০টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তাহার সহিত বসবাস’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ফারিয়া হোসেনের রচনায় টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী প্রমুখ। ‘স্পট রাইটার’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম, নাবিলা প্রমুখ। আকাশ রঞ্জনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শামীম জামান। প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা‘তে অভিনয় করেছেন তওসিফ, শবনম ফারিয়া, মুকিত জাকারিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘নটি ফর্টি’। রচনায় ড. মইনুল খান ও পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ, রওনক হাসান, অহনা, ফারুক আহমেদ, রোজি সিদ্দিকী প্রমুখ। দেখানো হবে ঈদের চতুর্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘পক্ষ-বিপক্ষ’ টেলিফিল্মটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ এবং পরিচালনা করেছেন আরিফ খান। এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নীলাঞ্জনা নীলা, ইরফান সাজ্জাদ প্রমুখ। প্রচার হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্ম ‘সেদিনও বিকেল ছিল’। পান্থ শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন খন্দকার আলমগীর। অভিনয়ে আফজাল হোসেন, সুমাইয়া শিমু, সেতু, মুনিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। আবু হায়াত মাহমুদ রচনা ও পরিচালনা করেছেন টেলিফিল্ম ‘হাসির পাত্র’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, কচি খন্দকার, ফারুক আহমেদ, ডলি জহুর, তারিক স্বপন প্রমুখ। দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘ভোরের ট্রেন’। রচনায় মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয়ে সূবর্ণা মুস্তাফা, আঁখি প্রমুখ। প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘চুল তার কবেকার’ রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে মিশু সাব্বির, সারিকা, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ। দেখানো হবে ঈদের সপ্তম দিন রাত ৭টা ৪৫ মিনিটে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here