Daily Gazipur Online

আহসান উল্লাহ মাস্টারের শাহদাত বার্ষিকী উপলক্ষে নোয়াগাঁও-৯২ ওয়েলফেয়ার সোসাইটির স্মরণসভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে নোয়াগাঁও-৯২ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত, স্মরণসভা,কোরআন খতম ,দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গীর আমতলি জামিয়া ইসলামিয়া আকায়েদে মদিনা ও এতিমখানা প্রঙ্গনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা কাওসার আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বশির আহম্মেদ রিপন, মিজান, স্বপন,শাহিন, আনিসুর রহমান আনিস প্রমুখ।