Daily Gazipur Online

আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসপালিত

জাহাঙ্গীর আকন্দ: অমর ২১ ফেব্রুয়ারি, ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মাতৃভাষা আন্দোলনের ৭০ বছরও পূরণ হলো এই দিনে। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জাতিস্বত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিনটি বাঙালির জীবনে ফিরে এসেছে আবার। এই উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগার।
রোববার দিবাগত রাত ১২টা ১মিনিটে টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শ্যামল, সহ-সভাপতি আবু সাইদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, প্রচার সম্পাদক কবির শাহ্সহ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।