Daily Gazipur Online

আহসান উল্লাহ মাস্টার এমপির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ 

অলিদুর রহমান অলি, গাছা (গাজীপুর) থেকে : গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের এমপির ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েরমন্ত্রী আ.ক.ম মােজাম্মেল হক এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রো উপ পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জাকির হােসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্ল্যাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ আব্দুল আলিম মােল্যা, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ এড. আয়েশা আক্তার, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মােঃ নুরুল ইসলাম নুরু, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীব কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রোটারিয়ান বিল্লাল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক শেখ মােস্তাক আহমেদ কাজল প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যকালে মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মােজাম্মেল হক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ঘাতকদের দ্রুত বিচার কার্যকরের দাবি তােলেন।‌ এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।