আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যার রায় দ্রুত কার্যকর হবে—-মাহবুব আলম হানিফ

0
118
728×90 Banner

অলিদুর রহমান অলি: আগামী এক বছরের মাথায় বিচারিক আদালতে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলার রায় কার্যকর করার আশবাদ ব্যক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হানিফ এমপি । শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে আজ শনিবার সকালে গাজীপুরের পূবাইলের হায়দ্রাবাদ গ্রামের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । তিনি আরো বলেন, বিএনপি জামাত জোটের অপশক্তির বিরুদ্ধে গাজীপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে। শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির বড় পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, মহিলা আসনের সংসদ সদস্য সামসুন্নাহার ভূইয়া, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, গাজীপুর উপজেলা চেয়ারম্যান এড. রীনা পারভীন, এড. আব্দুল হাদি শামীম, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এড. আমান হোসেন খান, মহানগর আওয়ামী নেতা ওসমান আলী, কাজী ইলিয়াস, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, এড. হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, মহানগর যুব লীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল প্রমুখ। শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বাষিকীতে গাজীপুরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
অপর দিকে বিকাল ৩টায় টঙ্গী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নোওয়াগাঁ এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপির । এ সময় তিনি বলেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যার রায় কার্যকরের মধ্যদিয়ে আমরা দায় মুক্ত হবো। আমার বাবা সারাজীবন শ্রমিক ও মেহনতি মানুষের জন্য রাজনীতি করেছেন। মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন। আজও আমার বাবাকে টঙ্গী, গাজীপুর তথা দেশবাসী ভুলে নাই । আমি সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াসের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, সাইফুল ইসলাম দুলাল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারী বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here