Daily Gazipur Online

আ.লীগের কেন্দ্রীয় নেতাদের মৃত্যুতে ইউনাইটেড ইসলামী পার্টির কোরআন খতম

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইন এর নেতৃত্বে সোমবার বাদ যোহর থেকে আছর নামাজ পর্যন্ত পার্টির উত্তরার আঞ্চলিক কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বদর উদ্দিন আহম্মেদ কামরান এর মৃত্যুতে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ আছর মরহুমদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বাংলাদেশের সকল মানুষের জন্য, আল্লাহ তায়ালা যেন সবাইকে সুস্থ্য রাখেন এবং এই মহামারী থেকে সবাইকে রক্ষা করেন সে দোয়াও করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতি মেনে ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি কামাল উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার শামসুর রহমান ইলিয়াস, হাজী মোহাম্মাদ শাহীন খান, হাফেজ মাওলানা মোঃ আব্দুল আজিজ, মাওলানা মুফতি গোলাম মোস্তফা গোপালগঞ্জী, শাইখুল হাদিস মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মুফতি নোমান, মাওলানা মুফতি মঞ্জুরুল হক, মাওলানা মুফতি হারুনুর রশিদ, মাওলানা মোঃ ফারুক আব্দুল্লাহ ও মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির মহাসচিব আল্লামা হযরত মাওলানা শাহাজাদ হোসাইন।