Daily Gazipur Online

আ.লীগের প্রেতাত্মারা নির্বাচন বানচালে: হাসান সরকার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী নির্বাচন খুব কঠিন হবে। আওয়ামী লীগ নাই, তাই বলে নির্বাচনী বৈতরণী সহজ হবে, তা ভাববার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের প্রেতাত্মারা ভারতে বসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার দুপুরে টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর নামে যদি মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতা হাজী বাবর আলী, টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বিএনপি নেতা আব্দুল খালেক, আসাদুল্লাহ, জসিম উদ্দিন, আল আমিন, জাকির হোসেন, নাঈমুল হাসান, চাঁন মিয়া চান্দু প্রমুখ।