Daily Gazipur Online

ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র বৈঠক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রোববার বেলা ১০ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্যালয়ে বাম ও কমিউনিস্ট ঐক্য অর্জনের লক্ষ্যে ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র পক্ষে আলোচনায় অংশ নেন পার্টির উপদেষ্টা কমরেড বিমল বিশ্বাস, সভাপতি কমরেড নূরুল হাসান, সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অনিল বিশ্বাস। ইউনাইটেড কমিউনিস্ট লীগের পক্ষে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার ও কমরেড রণজিৎ চট্টোপাধ্যায়।
সভায় উভয় পার্টির নেতৃবৃন্দ নিম্নোক্ত বিষয় ঐক্যমত্য পোষণ করেন-
১. শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে উভয় পার্টি ঐক্যমত পোষণ করে।
২. বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে শ্রেণী ও গণআন্দোলনের মধ্য দিয়ে বাম বিকল্প শক্তিভিত গড়ে তুলতে হবে।
৩. বর্তমান সরকারের অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, দমন-পীড়ন, দুর্নীতি দুর্বৃত্তায়ন, শোষণ, লুন্ঠনের বিরুদ্ধে এবং জাতীয় স্বার্থরক্ষায় জাতীয় ও তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
৪. উভয় পার্টি দেশে কমিউনিস্ট ও বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার জন্য পারস্পরিক আলোচনা অব্যাহত থাকবে।