Daily Gazipur Online

ইঞ্জিঃ মোঃ সোলায়মান আহমেদ আর নেই

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড এম এ মজিদ’র জ্যেষ্ঠ মামা শ্বশুর দিনাজপুরের বিরল উপজেলার বিস্তইর গ্রামের তমিজউদ্দীন আহমেদের প্রথম সন্তান ইঞ্জিঃ মোঃ সোলায়মান আহমেদ বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে আজ ১৩ মে ২০২০ বুধবার ভোর ৫ টায় ঢাকার সম্বিলিত সামরিক হাসপাতালে (সি.এম.এইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। ৪ ভাই ও ৬ বোনের মধ্যে ইঞ্জিঃ সোলায়মান আহমেদ ছিলেন সর্বজ্যেষ্ঠ।
৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার সোলায়ন আহমেদ ঢাকার কল্যাণপুরের ১নং প্রধান সড়কের ৪ নং নিজ বাসায় প্রায় ৫৫ বছর যাবৎ স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ ও ইঞ্জিঃ মোঃ সোলায়মান আহমেদ

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁর কোষ্ঠকাঠিন্য চরম আকার ধারণ করলে তাঁর জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর ই.এম.ই কোরের কর্ণেল রফিকুল ইসলাম অলোক তাঁর পিতাকে সি.এম.এইচ’এ ভর্তি করালে আজ ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে মরহুমের মরদেহ সি.এম.এইচ-এর হিমাগারে রাখা হয়েছে।
মেডিক্যাল ছাড়পত্র পাওয়ার পর মরহুমের নামাজে জানাজা ঢাকার কল্যাণপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাঁকে বনানীর ক্যান্টনমেন্ট কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে। উল্লেখ্য, মরহুম সোলায়মান আহমেদ কল্যাণপুর জামে মসজিদের প্রতিষ্ঠিতা সেক্রেটারি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সেবক ছিলেন। তিনি অত্যন্ত দয়ালু ও দাতা ছিলেন।
প্রয়াত সোলায়মান আহমেদের বেহেশত্ নসীবসহ শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের এই শোক সহ্য করার তৈফিক আল্লাহ তায়ালা যেন প্রদান করেন – সেজন্য পারিবারিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
এখনও সিএমএইচ-এর ছাড়পত্র হস্তগত না হওয়ার দাফন ও কাফনের সময় চূড়ান্ত করা হয় নাই।