Daily Gazipur Online

ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন প্রবাসী বাংলাদেশি

এস,এম,মনির হোসেন জীবন : ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন প্রবাসী বাংলাদেশি।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে- ৫৮২) নম্বর ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
রোববার সকালে শাহজালাল বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইতালি থেকে আরও ১৫২ বাংলাদেশি রোববার সকালে দেশে ফিরেছেন। সেখান থেকে সকাল সাড়ে ৯টার দিকে তাদের আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে কারও মধ্যে নভেল করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি। এখানে সবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। আশকোনায় আবার পরীক্ষা করা হবে।
এর আগে শনিবার সকালে ইতালি থেকে ফেরেন আরও ১৪২ জন বাংলাদেশি। পরে শনিবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে দেশে ফিরেছেন ৫৮ জন। এছাড়া অন্য একটি ফ্লাইটে ৩১ জন প্রবাসী বাংলাদেশী দেশে ফিরেছেন ।
তাদের সবাইকে আশকোনা এবং গাজীপুরের মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছেন শাহারিয়ার সাজ্জাদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইতালি থেকে ফেরা বাংলাদেশিদের স্বাস্থ্য অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে কর্মরত প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করা হবে। এর পর এসকল যাত্রীদেরকে আশকোনা হজ্ব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পরীক্ষাসহ বিস্তারিত তথ্য নেয়া হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি-না সে বিষয়ে তারা তথ্য দেবেন। পরবর্তীতে প্রাথমিকভাবে তাদেরকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হবে।
এদিকে, শনিবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। পরে এসব যাত্রীদেরকে আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর আইনশঙখলা বাহিনীর সহায়তায় বিআরটিসি দুটি বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় গাজীপুরে। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শনিবার সকালেও ইতালি থেকে দেশে ফিরেন ১৪২ বাংলাদেশি। পরে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আশকোনা হজ ক্যাম্প থেকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে।
শনিবার রাতে আশকোনা হজ ক্যাম্পে এক প্রেসব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ১৪২ বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে। তাদের বাড়ি পর্যন্ত নজরদারিতে রাখা হবে। তারা বাড়ি গিয়েও কোয়ারেন্টাইনের শর্ত পালন করবেন।
তবে, তাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ না থাকায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে আনা ইতালি ফেরত এসব লোকজনকে (আইইডিসিআর) মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। করোনা সংকটে গাজীপুর মহানগরীর মেঘডুবিতে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে এসব ইতালি ফেরত ব্যক্তিদের রাখা হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তাদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। এই ৫৯ জনের শরীরে করোনার লক্ষণ না পাওয়া গেলে পরে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। শনিবার রাত সাড়ে ১১টার পর আশকোনা হজ ক্যাম্প থেকে তারা গাজীপুরে পৌঁছান।
এদিকে, রোববার সকালে আশকোনা হজ্ব ক্যাম্প ঘুরে দেখা যায়, ইতালি সহ বিদেশ ফেরত যাত্রীদের পরিবারের সদস্য সহ তাদের আত্মীয় স্বজনরা ভিড় করছেন। তারা যাত্রীদের জন্য অপেক্ষা করছেন-কখন তারা সকল ধরনের পরীক্ষা শেষে বাড়ি ফিরবেন। তবে, প্রবেশের মূল গেইট সহ ভেতরে আইনশঙখলা বাহিনীর সদস্যদের কড়া নজরধারী ছিল। বাহিরে থেকে ভেতরে কাউকে ঢুকতে দেয়া হচেছনা।