Daily Gazipur Online

ইফতার মাহফিলে মারধরের শিকার ভিপি নূর

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ইফতার মাহফিলে ডাকসু ভিপি নূরুল হক নূরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বগুড়া শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের মসজিদ সড়কের গ্র্যান্ড এ মালেক চায়নিজ রেস্টুরেন্টে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যান নূর। অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা রেস্টুরেন্টে তালা লাগিয়ে দেন। এ নিয়ে বাক বিতÐা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নূরুল হক নূর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইফতার মাহফিলের আয়োজকরা জানান, গ্র্যান্ড এ মালেক চায়নিজ রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়। এজন্য তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বিলও দেন। বিকেলে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার অনুষ্ঠানে বাধা দেন। পরে তারা ইফতার পÐ করে দিয়ে রেস্টুরেন্টে তালা লাগিয়ে দেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা ওই ইফতার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।