Daily Gazipur Online

ইভটিজিং এর অত্যাচার সইতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি: ইভটিজিং এর অত্যাচার সহ্য না পেরে শারমীন আক্তার নামে এক এস.এস.সি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৩ টায় নরসিংদী জেলার রায়পুরার উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ পূর্বপাড়া গ্রামে।
জানা যায়, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জামাল উদ্দিনের মেয়ে শারমীনকে প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে একই এলাকার জয়নাল মিয়ার ছেলে মনির হোসেন তাকে উত্যক্ত করতো। ঘটনার কয়েক দিন আগে শারমীনের একটি বিয়ের প্রস্তাব আসলে মনির পাত্র পক্ষকে বিভিন্নভাবে হুমকি দিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে শারমীনের সাথে তার সম্পর্ক রয়েছে বলে জানিয়ে দেয়। এতে করে পাত্র পক্ষ এ প্রস্তাব থেকে সরে দাড়ায়। শারমীনের বাবা এ ঘটনার প্রতিবাদ জানালে মনির এবং মনিরের মা ও বোন শারমীনের বাড়ীতে গিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ অপমান সইতে না পেরে শারমীন বাথরুমের ঝর্নার পাইপের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মিনহাজ ঘটনার সত্যতা স্বীকার করেন। রায়পুরা থানায় মনির হোসেন ও তার মাকে আসামী করে মামলা হয়েছে। আসামীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। নরসিংদী সদর হাসপাতালে তদন্ত শেষে পরিবারের লাশ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লাশ এলাকায় পৌঁছার পর বাড়িতে শোকের মাতন। সহপাঠি শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার শত শত মানুষের ভীর লাশ দেখার জন্য । পরে লাশ বালুয়াকান্দি কবর স্থানে দাফন করা হয়েছে। শারমীনের বাবা জানান, মনির হোসেন তাকে শারমিনের ব্যাপারে বেশী বাড়াবাড়ি না করতে মোবাইল ফোনে হুমকি প্রদান করেছে।