Daily Gazipur Online

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান লতিফ নেজামী আর নেই

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক দৈনিক সরকার পত্রিকার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, সোমবার তিনি নিজ বাসায় ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল লতিফ নেজামীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ২০১২ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মাওলানা আবদুল লতিফ নেজামী।
শিবপুরে চির নিদ্রায় শায়িত মাওলানা নেজামী
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নরসিংদীর শিবপুর মুন্সেফেরচর ইটাখোলা মোড় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হারিছুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি আব্দুর রহীম, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ অংশ নেন।
জানাজা শেষে নিজ গ্রাম পূর্ব সৈয়দনগর বায়তুন নূর জামে মসজিদের পাশে নেজামীকে সমাহিত করা হয়।
শোক
মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল ও তথ্যবাণী পত্রিকার সম্পাদক মোঃ আমিনুল হক গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল হাসনাত আমিনী। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাওলানা আবুল হাসনাত আমিনী সর্বশেষ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইসলামী ঐক্যজোটের মরহুম চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাওলানা ফজলুল হক আমিনীর ছেলে।