মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন বলেছেন, বিদায়ী হজের ভাষণে রাসুল (সা.) যেমন কোরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা ও বিচার কার্যক্রমের নির্দেশ দিয়েছেন, আমরাও সেই আদর্শে বিশ্বাস করি। কোরআন থাকবে কোরআনের জায়গায়, সুন্নাহ থাকবে সুন্নাহর জায়গায়, আর রাজনীতি চলবে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিয়ে। যারা কোরআন-হাদিস ছাড়া কিছু বোঝে না বলে বিপরীত কাজ করছে, তারা আসলে মুনাফিক।
শনিবার দুপুরে পূবাইল তালটিয়া হাজারি রিসোর্টের কনফারেন্স রুমে পূবাইল থানা এলাকার মসজিদ-মাদরাসার খতিব, ইমাম ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা ওলামা দলের মুফতি শামসুদ্দিন খন্দকার।
মিলন আরও বলেন, বিএনপি সরাসরি ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য কাজ না করলেও ইসলামের প্রতি গভীর আন্তরিকতা, দায়িত্ববোধ ও মমত্ববোধ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছেন এবং ওআইসিতে যোগ দিয়ে বাংলাদেশকে মুসলিম বিশ্বে সম্মানের আসনে বসিয়েছেন। আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক দল হলেও ইসলামের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে মিলন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।
মিলন উপস্থিত আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনারা সবাইকে দোয়ার কাঙাল মনে করি। সামান্য সহযোগিতাও আমার কাছে অমূল্য। যদি কোনো অনিয়ম বা চাঁদাবাজির খবর পান, আমাকে জানান, আমি অবশ্যই ব্যবস্থা নেব।
সভায় উপস্থিত বক্তারা মিলনকে গাজীপুরবাসীর আস্থার প্রতীক হিসেবে অভিহিত করেন। তিনি শুধু রাজনীতিবিদ নন, সমাজসেবক হিসেবেও সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন।
সভায় উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার, হাজী মনসুর আলী, রাকিব হোসেন মোল্লা প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মাহমুদুল্লাহ।
ইসলামের কল্যাণে বিএনপি কাজ করছে, আমি সেবক হতে চাই- ফজলুল হক মিলন
