ঈদের আগে রেলপথ চালু,বন্যা পরবর্তী কৃষি পুর্নবাসন ও ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

0
313
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: “ কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ ঈদের আগেই রেলপথ চালু,বন্যা পরবর্তী কৃষি পুর্নবাসন শুরু ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, এনজিওসহ সকল কৃষি ঋণের কিস্তি ছয়মাসের জন্য স্থগিত, তিনজন সাঁওতাল হত্যা মামলায় সাবেক এমপি আবুুল কালাম আজাদসহ মুল আসামীদের চুড়ান্ত প্রতিবেদনে আদালতে নাম বাদ দেয়ার প্রতিবাদে আজ ৫ আগস্ট সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শহরের রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম প্রমূখ। এসময় জেলা ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, এবছর স্মরণকালের ভয়াবহ বন্যার ফলে সম্প্রতি ধানের দাম না পাওয়া কৃষক তার ক্ষতি পুষিয়ে না উঠতেই বন্যার কবলে পড়ে দিশেহারা। বক্তারা বিনামূল্যে কৃষকদের সার বীজসহ কৃষি উপকরণ সরবরাহ করে কৃষি পুর্নবাসনের জোর দাবি জানান। বক্তারা কৃষকদের এই পরিস্থিতিতে এনজিওসহ সকল কৃষি ঋণের কিস্তি ছয়মাসের জন্য স্থগিত করারও দাবি জানান। বক্তারা ঈদের আগেই রেলপথ চালু করে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমানোর আহ্বান জানান। এসময় বক্তারা অভিযোগ করে বলেন ডেঙ্গু প্রতিরোধে সময়মত উদ্যোগ গ্রহণ না করায় আজ সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারন করেছে, এর দায় সরকারকেই বহন করতে হবে। বক্তারা অবিলন্বে ডেঙ্গু প্রতিরোধে সরকারী হাসপাতালসহ ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা চালু রাখার উপর গুরুত্বারোপ করেন ।
এছাড়াও বক্তারা বলেন,গোবিন্দগঞ্জে তিনজন সাঁওতাল হত্যা মামলায় বিজ্ঞ আদালতে দেয়া পিআইবির চুড়ান্ত প্রতিবেদনে পুলিশসহ মুল আসামীদের নাম বাদ দিয়ে পিআইবি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে। সাঁওতালরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। সিপিবি এই তিন সাঁওতাল হত্যা মামলার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here