ঈদের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইসি

0
96
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন কোরবানীর ঈদের পর চলতি জুলাই মাসের দ্বিতীয়ার্ধে এই সংলাপ শুরু হবে। চলতি মাসের শেষ পর্যন্ত এটা চলবে।
নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানবেন বলে ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে বৈঠকে বসবে ইসি।
এর আগে ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইসি। এতে বিএনপিসহ ১১টি দল অংশ নেয়নি।
এদিকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আগে এই সাংবিধানিক সংস্থাটি সুশীল সমাজ, শিক্ষাবিদ, গণমাধ্যম নেতৃবৃন্দ, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন শ্রেণিপেশার সঙ্গে সংলাপ করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here