Daily Gazipur Online

ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের শিক্ষা দেয় : মিজানুর রহমান মিজু

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: পবিত্র ঈদ—উল—ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
৩০ এপ্রিল ২০২২ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি সকলকে ঈদ মোবারক জানান।
বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান মিজু বলেন, মহান আল্লাহর অনুকম্পা, ক্ষমা, অনগ্রহ ও নৈকট্য লাভের লক্ষ্যে দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ—উল—ফিতর বিশ্ব মুসলিমের জন্য এক অনন্য উপহার। ঈদ শুধু আনন্দ উৎসবই নয় এটি আমাদের শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের শিক্ষা দেয়। পরস্পরের মধ্যে আনন্দ ও দু:খ ভাগাভাগি করার মাধ্যমে আমরা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।
তিনি আরো বলেন, আমি পবিত্র ঈদ—উল—ফিতর উপলক্ষে আল্লাহর নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণার্থে প্রার্থনা করছি। আমি আশাকরি, দৃঢ় মনোবল ও ধৈর্য্য ধারণের মাধ্যমে বৈশ্বিক মহামারি করোনা ও যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠে আবারও আনন্দমূখর ঈদ উদযাপন করতে পারবো। আল্লাহ আমাদের শান্তি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করুন।
তিনি জাতীয় স্বাধীনতা পার্টির সকল স্তরের নেতাকমীর্কে ঈদ উপলক্ষে মোবারকবাদ জানান ও তাদেরকে সাধ্যমত দেশের অসহায়—দুঃস্থ নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।