Daily Gazipur Online

ঈদ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

রমজান মাস শেষে

ঈদ এসেছে ফিরে,

খুশী আজ বিশ্ব জুড়ে

আনন্দ সব ঘরে ঘরে।

আত্মীয়-স্বজন মহা আয়োজন

নতুন জামা-জুতো কেনা,

এসেছে শাওয়ালের চাঁদ সোনা

আকালের কালে ঈদ জমে না।

ধনী-গরীব সবাই মিলে

ঈদ উৎসব পালন করে,

প্রত্যেকে প্রত্যেকের দ্বারে

বরণ করে নেয় তারে।

কোলাকুলি মিষ্টিমধুর বুলি

পিতাকে পুত্রের কদমবুছি,

ঈদ আনন্দ ঘরে ঘরে

বারবার আসুক ফিরে।

পরিচিতিঃ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ

সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি