ঈশ্বরদীতে সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি (ভিডিও)

0
432
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা সাংবাদিক লাহীড়ি মিন্টু’কে হত্যার হুমকি দাতাদ্বয় ঈশ্বরদীর কোহিনুর বেকারির মালিক নাছিরের ঘরজামাই রেজাউল করিম ও ছেলে রাসেল।
সূত্রের প্রাপ্ত তথ্যে প্রকাশ, কলেজ রোডস্থ পুর্বনুরমহল্লা বস্তিপাড়ায় অবস্থিত কোহিনুর বেকারীতে প্রতিদিন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মারাত্মক স্বাস্থ্য হানিকর ভেজাল বিষাক্ত উপকরনে ” বেকারি খাদ্য দ্রব্য ” তৈরীর ভিডিও রেকর্ডিং প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ ও জনসচেতনতার জন্য গত ২৬ আগষ্ট লাহীড়ি মিন্টু ব্যাক্তিগত কাজে ঢাকায় অবস্থানকালে কোহিনুর বেকারির প্রতিবেশী সূত্রে ম্যাসেন্জারে প্রাপ্তির পর ভিডিওটি সে ইউটিউবে পোষ্ট দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে ; কোহিনুর বেকারির মালিক নাছিরের ঘরজামাই রেজাউল করিম ও ছেলে রাসেল টেলিফোনে লাহীড়ি মিন্টু’কে অকথ্য ভাষায় গালাগালি, মারপিট ও হত্যার হুমকি দেয়, যা সংযুক্ত অডিও রেকর্ডিংয়ে বিদ্যমান।
পরবর্তীতে ঐদিন রাতে, রেজাউল করিম ও রাসেল ২টি মোটর সাইকেল যোগে ৬ জন সশস্ত্র অবস্থায় রাত সাড়ে ৮টা ও রাত ১২টার দিকে লাহীড়ি মিন্টুর বাড়ীতে ২ দফা গিয়ে পরিবারের সবাইকে গালাগালি ও লাহীড়ি মিন্টুকে পাওয়া মাত্র হত্যার হুমকি দিয়ে আসে।
এমতাবস্থায়, রাতেই পুলিশ প্রশাসনের সাহায্য প্রাপ্তির প্রত্যাশায় লাহীড়ি মিন্টু সর্বপ্রথম একাধিকবার পুলিশের ঈশ্বরদী সার্কেল প্রধান জহুরুল হক, ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ও ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তাকে টেলিফোন করেন, কিন্তু ৩ জন অফিসারের কারো তরফ থেকেই লাহীড়ি মিন্টু নুন্যতম সাড়া পাননি সেরাতে।
পরের দিন পুনরায়, পুলিশ প্রশাসনের সাহায্য প্রাপ্তির প্রত্যাশায় ৩ কর্মকর্তা সহ অন্ততঃ ১ ডজন স্থানীয় সিনিয়র সাংবাদিককে টেলিফোন করেন লাহীড়ি মিন্টু, ফলাফল শুন্য।
উল্লেখ্য যে, সম্প্রতি কোহিনুর বেকারির সামনে ছুরিকাঘাতে মুসা নামের যে যুবলীগ কর্মী খুন হয়েছিল!
সূত্রের তথ্য মতে, সেই খুনের নেপথ্যের মূল হোতা ছিল কোহিনুর বেকারির মালিক নাছিরের ঘরজামাই রেজাউল করিম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here