Daily Gazipur Online

উচ্ছেদের একদিন পর ফের তুরাগ নদ দখলের মহা উৎসব

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের উচ্ছেদ অভিযান চলমান ছিল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত। গতকাল রাত থেকে তুরাগ নদের পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে বাজার বসিয়েছেন স্থানীয় লোকজন। তুরাগ নদের দুই পাশে দোকান নির্মাণ ও বাজার বসিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগও করেছে অনেকে। প্রায় ৩০ বছর যাবৎ তুরাগ নদের জায়গা দখল করে বাজারে কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। গত কয়েকদিনে বিআইডাবিøউটিএ এর অভিযানে বাজারে ৫ তলা বিল্ডিং সহ একাধিক স্থাপনা উচ্ছেদ করে। একদিন পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা আবারও অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেন। পরবর্তী সময়ে সেখানে অস্থায়ী বাজার গড়ে ওঠে।