Daily Gazipur Online

উত্তরখানে পানির ট্যাংকে মিলল দুই শ্রমিকের মরদেহ

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা: রাজধানীর উত্তরখানের একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংকি থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় নির্মাণাধীন ঐ ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, দুই শ্রমিক কাজ করতে গিয়ে রিজার্ভ পানির ট্যাংকে পড়ে মারা গেছেন। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।