উত্তরায় দুই সহযোগীসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার গ্যাং লিডার আকাশ

0
50
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় সন্ত্রাসী, চাঁদাবাজী, কিশোর গ্যাং পরিচালনাসহ নানা অপকর্ম চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশকে (২৪)সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার ভোর রাতে উত্তরার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের মূলহোতা আকাশসহ তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্পের একদল চৌকস সদস্যরা ।
গ্রেপ্তার আকাশের অপর দুই সহযোগীরা হলেন- মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।
উত্তরা আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় জনসাধারণের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজিসহ নানারকম বেআইনী কার্যক্রমে লিপ্ত ছিল। এছাড়া ইতিপূর্বে আকাশের নেতৃত্বে কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা উত্তরার বিভিন্ন স্থানে মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।
সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায় তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে সাংবাদিকদের ওপর ওই হামলার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযোগের প্রেক্ষিতে আকাশসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং হয়রানি মূলক মামলা দায়েরের মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বানিজ্যেরও অভিযোগ রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসাদুর রহমান আকাশসহ বাকী দুই সহযোগীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে উত্তরার আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টের ভেতর দৈনিক ইত্তেফাক পত্রিকার উত্তরা সংবাদদাতা জাহাঙ্গীর কবির, দৈনিক সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে হামলা চালায় ২০/২৫ জনের একটি কিশোর গ্যাং বাহিনী। এ নিয়ে নিউজ টোয়েন্টিফোর, এশিয়ান টিভি, দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, প্রতিদিনের সংবাদ, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক জনতা, দৈনিক নতুন ভোরসহ একাধিক প্রথম সারির গণমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল গুলোতে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ ঘটনার দিন রাতে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় আসাদুর রহমান ওরফে আকাশসহ অন্যদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here