উত্তরার আজমপুর রেলগেটে অটোরিক্সার চাঁদাবাজি, ভোগান্তিতে সাধারণ মানুষ

0
213
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানী উত্তরার আজমপুর রেলগেটে অটোরিকশা ও মিনি অটোরিক্সার বানিজ্য রমরমা। সিরিয়ালের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে শ্রমিক লীগ নেতা মোখলেস ও তাঁর দল। যানজটে ভোগান্তির স্বীকার হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানা ও দক্ষিণ খান থানা বডার লাইন হচ্ছে আজমপুর রেল গেট। কশাই বাড়ি থেকে আমজপুর রেলগেট এবং আজমপুর রেল গেট থেকে উত্তরখান মাজার রোডে চলে প্রায় দুই শতাধিক মিনি অটোরিক্সা। প্রতিটি মিনি অটোরিক্সা থেকে সিরিয়ার মেনটেনের নামে প্রতিদিন দশ টাকা করে মাসে ৬০,০০০ টাকা এবং আজমপুর রেল গেট থেকে উত্তরাখান মাজার রোডে চলাচল হাজারের অধিক,প্রতিটি অটোরিক্সা থেকে নেওয়া হয় ৪০ টাকা মাসে মোট ৯৬০,০০০ টাকা আদায় করা হয়। আর এই চাঁদা বানিজ্যের মূল হোতা শ্রমীকলীগ নেতা মোঃ মোখলোস। আর এই ভাবে চাঁদাবাজিতে তাঁর মাসিক আয় ১০,২০,০০০ টাকা।
এলাকাবাসির সাথে কথা বলে আরও জানা যায়, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলের অত্যান্ত আস্থা ভাজন লোক হেলাল ও বিপ্লব নতুন করে টোকেন বানিজ্যের সাথে যুক্ত হয়েছেন। হেলাল বলেন স্টিকার দিয়ে সিরিয়াল ঠিক রাখছি।জানজট কমানোর জন্য এই ব্যাবস্থা। তিনি আরো বলেন সমাজ সেবা করছি। আপনি কে প্রশ্ন করার। অটোরিকশা চালক বলেন আমাদের এখানে অনেক চাচা/ ভাতিজা সাংবাদিকরা আসে চা খাওয়ার জন্য কিছু নিয়ে যায়। আপনার সমস্যা হলে আপনিও আইসেন ব্যাবস্থা কইরা দিমুনি। এই অটোরিকশা গুলা দৈনিক যে পরিমান বিদ্যুৎ অপচয় করছে তাতে করে জাতীয় সমস্যা হচ্ছে।
নামপ্রকাশ্যে অনিচ্ছুক এক প্রাইভেট গাড়ির ড্রাইভার বলেন, চার রাস্তা সংযোগ রাস্তা এটি। এমনিতেই রাস্তা সুরু তাঁর উপর দেওয়ান সিটির রোডে লাইন ধরে দাঁড়িয়ে থাকে অটোরিক্সাগুলো যার কারনে যানজট লেগেই থাকে হরহামেশাই। সময় নষ্ট হয় জরুরি কোন কাজ বা অ্যাম্বুলেন্সে কোন রোগী থাকলে তো রোগীর তো দফা রফা হয়ে যাবে। জনপ্রতিনিধীরা কি দেখে না নাকি। স্কুল পুড়ুয়া বাচ্চার এক অভিভাবক বলেন, এলোপাথির অটোরিক্সার কারণে যানজট লেগেই থাকে, যার জন্য বাচ্চাদের স্কুলে পৌঁছাতে খুব সমস্যা হয়।
এবিষয়ে জানতে চাইলে অটোরিক্সার সেন্টিগ্রেডের লাইন বানিজ্যের অন্যতম হোতা মোখলেস উক্ত প্রতিবেদককে বলেন এ রিকশা গুলো যদি অবৈধ হয় তাহলে আমদানি কি আমরা করছি। আগে খেয়ালছিল না। পারলে সারাদেশে ব্যাটারি চালিত ইজিবাইকগুলোকে উঠিয়ে দিলে আমরা এই কাজ না করে অন্য কিছু করবো।
এলাকার একাধিক অটোরিক্সা চালকের সাথে কথা বলে জানা যায়, তিনি লাইনমেন দেলোয়ার ও তাঁর কিছু সহযোগীদের দিয়ে এই লাইন চাঁদাবাজির বানিজ্য পরিচালনা করেন। টাকা ছাড়া কেউ অটোরিক্সা চালাতে পারেনা কশাইবাড়ি,আজমপুর রেল লাইন ও মাজার রোডে। টাকা দিতে দেরী হলে নানাবিধও হুমকি দেয়।
অবৈধ অটোরিক্সার এই সিন্ডিকেট সম্পর্কে জানতে চাইলে এবিষয়ে দক্ষিণ খান থানার ওসি অপারেশন আব্দুল কুদ্দুস বলেন আমি এসেছি অল্প কিছু দিন হয়। এখনো পুরো এলাকা চিনতে পারিনি। তবে জনগনের ভোগান্তি হয় এমন বিষয় গুলোতে অবশ্যই ব্যাবস্থা গ্রহণ করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here