Daily Gazipur Online

উত্তরায় অপ্রাপ্ত বয়স্ক লেগুনা চালকদের দৌরাত্ম্য

মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর উত্তরা-তুরাগে অবৈধভাবে চলছে লেগুনা ও অটোরিক্সা। এসব যানবাহন রাস্তায় চালানোর অনুমতি না থাকা স্বত্তে ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নাকের ডগায় প্রতি মুহুর্তই চলাচল করছে এসব লেগুনা-অটোরিক্সা। অনুমোদন ও কাগজ-পত্র হীন এসব যানবাহনের চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স কিংবা বৈধ কাগজ-পত্র। বিশেষ করে, উত্তরার দিয়াবাড়ি টু হাউস বিল্ডিং রোডে অনুমানিক পঞ্চাশটিরও অধিক হিউম্যান হলারের (লেগুনা) চলাচল রয়েছে। একই সাথে লেগুনার চলাচল রয়েছে উত্তরার অপর অংশ উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস টু আজমপুর রোডেও।
একদিকে, এসব লেগুনা চালানোর কোন বৈধ কাগজ-পত্র নেই লেগুনা মালিকদের অপরদিকে, অদক্ষ এবং ড্রাইভিং লাইসেন্সহীন চালকদের দিয়ে গাড়ি চালাচ্ছে লেগুনা মালিকেরা। দীর্ঘ দিনের অনুসন্ধানে দেখা যায়, কিছুদিন গাড়ীর হেলপার হিসেবে কাজ করার পর অল্পতেই ড্রাইভার বনে যায় এসব লেগুনার চালকরা। এদের বয়সটাও বেশি নয়, মাত্র ১৫-১৭ বছরের বয়সের তরুণেরা। পেটের তাগিদ মেটাতে কিংবা পরিবারের চাহিদা পূরণের স্বপ্নে এসব অল্প বয়সী ছেলেরা লেগুনার চালকের আসনে বসলেও ভাগ্যের নির্মম পরিহাসে কারও কারও কপালে নেমে আসে দূর্ঘটনার ভয়াবহ বিপর্যয়। অদক্ষ, অল্পবয়সী এসব লেগুনা চালকদের প্রভাবে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সমস্যা দীর্ঘদিনের। অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে তুরাগ-উত্তরার বিভিন্ন রাস্তায় দীর্ঘ দিন ধরেই চলছে শ’তিনেক লেগুনা। চলছে অবৈধ অটোরিক্সাও। রাস্তাগুলো দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ,অসুস্থ ব্যক্তি ও শিশুরা যাতায়াত করে। লেগুনার অপ্রাপ্ত বয়স্ক চালকদের কারণে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠিয়ে দূর্ঘটনার ভয়ে থাকেন।
উত্তরার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সহীন এসব অদক্ষ চালক দিয়ে লেগুনা চালানোর বিষয়টি স্থানীয় প্রশাসনকে গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানিয়েছেন এসব রোডে নিত্য চলাচলাকারী যাত্রী, সচেতন গাড়ী, চালক ও সেক্টরের বাসিন্দারা।