Daily Gazipur Online

উত্তরায় কথিত সাংবাদিক ইয়াবা সহ আটক!

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মিজানুর রহমান মনা (২৬), নামের এক তথাকথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ । গ্রেপ্তারকালে তার হেফাজত থেকে ১হাজার ৯৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । উত্তরার ১০নং সেক্টর (সুইচগেট) এলাকা থেকে গতকাল দুপুরে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে । এসময় তল­াশি করে তার ব্যবহারিত ক্যামেরার ভিতর অভিনব কায়দায় রাখা ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২২ নম্বর সড়কের ১৭ নম্বর ভাড়া বাসায় তল­াশি চালিয়ে, আরও ১হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তথাকথিত সাংবাদিক ফরিদপুর জেলার, ভাঙ্গা থানার, শদরদী রায়পাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে । সে দীর্ঘ দিন ধরে উত্তরা ও তুরাগের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন ধরণের অবৈধ ব্যবসা করত বলে জানিয়েছে পুলিশ । এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে মিজান দীর্ঘ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল। সে কক্সবাজার ও টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন জায়গায় তা বিক্রি করত । ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র শাহা বলেন, তথাকথিত সাংবাদিক মিজান নিজেকে দৈনিক নবচেতনার স্টাফ রিপোটার, মানবাধিকার সংগঠন মাস মিডিয়ার সেক্রেটারী ও আলোকিত সময় পত্রিকার খিলক্ষেত থানা প্রতিনিধি বলে দাবি করেছে এবং তার কাছ থেকে এসব পত্রিকা ও মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে । সে সাংবাদিকতার পরিচয়ের অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল । এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান। একটি স‚ত্রে জানা যায়, আটককৃত মিজানের নেতৃত্বে তুরাগ ও উত্তরায় ৫/৭ জনের একটি চক্র নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মটর সাইকেল যোগে ইয়াবা ব্যবসা সহ নানান ধরণের অপরাধ মুলক কর্মকাÐ করে আসছে । এদেরকেও ধরে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী ।