ডেইলি গাজীপুর প্রতিবেদক: র্যাবের অভিযানে রাজধানীর উত্তরা হতে কাঁঠাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান (৭১৮ বোতল) ফেন্সিডিলসহ ০৮ জন মাদক চোরাকারবারী গ্রেফতার \ মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি ট্রাক ও ০১ টি প্রাইভেটকার জব্দ করেছে।
আজ বুধবার ১৭ জুলাই ২০১৯ বিকেল ৩টায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর আভিযানিক দলটি রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী ১) মোঃ রাজু আহম্মেদ (৩২), সাং- ঈশ্বরপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর, ২) মোঃ মুন্না (২০), সাং- দেবীপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর, ৩) মোঃ সাগর (১৯), সাং- ভীমপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ৪) মোঃ ইউসুফ (৩০), সাং- খিদুরিয়াপুর, থানা ও জেলা- লক্ষীপুর, ৫) মোঃ নূর ইসলাম (৩৪), সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ৬) মোঃ রফিকুল ইসলাম (৫০), সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ৭) মোঃ মফিজুল ইসলাম (৩১), সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট এবং ৮) মোঃ মোস্তাফিজুর (২০), সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামী ও তাদের দখলে থাকা গাড়ি তলাশী করে ৭১৮ বোতল ফেন্সিডিল, ০৮ টি মোবাইল ফোন ও নগদ ১,৭০০/- টাকা উদ্ধার করা হয় এবং ০১ টি ট্রাক, ০১ টি প্রাইভেটকার জব্দ করে।
ধৃত রাজু আহম্মেদ’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে এর আগে ঢাকা-খুলনা রুটে একটি নৈশ কোচের ড্রাইভার হিসেবে নিয়োজিত ছিল। মাদক ব্যবসার সাথে জড়িত হওয়ার পর থেকে সে নৈশ কোচ ছেড়ে ট্রাক চালনা শুরু করে। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে ট্রাকে মৌসুমি ফসল পরিবহনের আড়ালে মাদকদ্রব্য ফেন্সিডিল রাজধানীতে নিয়ে আসছে। মাদক ব্যবসায়ীদের নিকট হতে চালানপ্রতি ২০-২৫ হাজার টাকা নিয়ে থাকে বলে ধৃত আসামী স্বীকার করে। সে ইতিপূর্বে প্রায় ০৭টির বেশী মাদকের বড় চালান ঢাকায় নিয়ে এসেছিল বলে জানায়। ধৃত অপর আসামী মুন্না ও সাগর তার সহযোগী হিসেবে কাজ করে। তারা মাদক ব্যবসায়ীদের নিকট হতে চালানপ্রতি ৫-৭ হাজার টাকা নিয়ে থাকে বলে জানায়। তারা এ যাবৎ ১০-১২ টি মাদকের চালান ঢাকায় পৌছাতে সহযোগীতা করেছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।
ধৃত ইউসুফ’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন উবারের গাড়ি চালক। সে ইতিপূর্বে প্রায় ৭ বছরের বেশী সময় ভাড়ায় প্রাইভেটকার চালাত এবং পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে ঢাকার অভ্যন্তরে বিভিন্ন স্থানে পরিবহন করত। সে এই সিন্ডিকেটের সাথে কাজ করার আগে মাদক ব্যবসায়ী গণির সাথে কাজ করত বলে জানায়। গণি চলতি বছর এপ্রিল মাসে মাদকসহ গ্রেফতার হয়ে জেলে যাওয়ার পর থেকে সে এই চক্রের সাথে কাজ শুরু করে। ঢাকায় মাদক পরিবহনের জন্য সে চালানপ্রতি ৮-১০ হাজার টাকা পর্যন্ত নেয় বলে জানায়। মূলতঃ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে আসা মদাকদ্রব্য ঢাকার অভ্যন্তরীন রুটে চলাচল করতে পারে না বিধায় মাদক ব্যবসায়ীরা ঢাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পৌছাতে প্রাইভেট, সিএনজি ইত্যাদি ছোট পরিবহনের ব্যবহার করে থাকে।
ধৃত রফিকুল ইসলাম’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি সংঘবন্ধ মাদক চোরাচালানকারী চক্র। ধৃত অপর আসামী নূর ইসলাম, মফিজুল ইসলাম এবং মোস্তাফিজুর এই চক্রের অন্যতম সদস্য। তারা মাদকের চালান সংগ্রহ করে ট্রাকে তুলে দিয়ে গন্তব্যে পৌছানোর পূর্বেই সেখানে পৌছে যায় এবং স্থানীয় মাদক কারবারীদের নিকট পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে। তারা প্রাইভেটকার/সিএনজিতে করে মাদকের খুচরা চালান ঢাকার বিভিন্ন স্থানে পৌছে দেয় বলে জানায়। চালানপ্রতি তারা ৮-১০ হাজার টাকা পায় বলে জানায়। তারা বিরামপুরের জনৈক মাদক ব্যবসায়ী মনসুর এর হয়ে কাজ করে এবং এ যাবৎ ৩০টিরও বেশী মাদকের চালান ঢাকার বিভিন্ন স্থানে সরবারহ করেছে বলে স্বীকারে করে।
ধৃতদের জিজ্ঞাসাবাদে এই মাদক চোরাচালানকারী চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।