Daily Gazipur Online

উত্তরায় কাউন্সিলরের নেতৃত্বে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মো: জাহাঙ্গীর আকন্দ : রাজধানী ঢাকা মহানগর উত্তরের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী বাহিনীর হামলায় “দৈনিক জনতা” পত্রিকার উত্তরা প্রতিনিধি মাহফুজুর রহমান খোকন মারাত্বক আহত হওয়ার অভিযোগ উঠেছে। তথ্য সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান খোকন শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য কাউন্সিলর এলাকা হিসেবে পরিচিত দেওয়ান বাড়ী জামে মসজিদে যান। মসজিদে ইমামের বক্তব্যের পর কাউন্সিলর শামীম মসজিদের আয়-ব্যায় ও উন্নয়নের উপর বক্তব্য রাখছিলেন। সাংবাদিক মাহফুজুর রহমান খোকন মোবাইলে কাউন্সিলর শামীমের বক্তব্যের একটি ছবি উঠান। তার উঠানো এই ছবিকে সন্দেহ জনক মনে করে কাউন্সিলর শামীমের সন্ত্রাসী বাহিনী তাকে মসজিদ থেকে জোড় করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তার মোবাইল ছিনিয়ে নেয় ও হাতের ঘড়ি খুলে বেধরক প্রহার করে এবং একটি বদ্ধ রুমে আটকিয়ে রাখেন। এতে সাংবাদিক মাহফুজুর রহমান খোকন মারাত্বক আহত হন, নামাজ শেষে কান্সিলর শামীম তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুপুর ৩টার দিকে কান্সিলর শামীম তাকে একটি রিক্সায় উঠিয়ে যে দিকে যেতে চায়, সেদিকে যাওয়ার জন্য বলেন। গত রমজানে কাউন্সিলরের সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ড নিয়ে প্রতিবেদন করায় দৈনিক বাংলাদেশ বুলেটিন এর প্রতিবেদক আমিনুল ইসলামকে উত্তরা আজমপুরে শত শত মানুষের সামনে তার সন্ত্রসী বাহিনী পিটিয়ে আহত করে। এ নিয়ে উত্তরা পূর্ব থানায় সাংবাদিক আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ অজ্ঞাত কারনে এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার করেনি।