উত্তরায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য আটক

0
256
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ব ডাকাত দলের ৫ (পাাঁচ) জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সদস্যরা। ধৃত ডাকাত দলের সদস্যরা হলেন- মোঃ মেহেদী হাসান (২৮), মোঃ সুমন হোসেন (১৯), মাঃ লিটন (১৯), মোঃ শাওন (২৫) ও মোঃ সাগর আহমেদ রবিন (৩৫)। এসময় র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ১ টি ডিবি পুলিশ লেখা বোর্ড , ২ টি ছুরি, ২ টি সিগন্যাল লাইট, ১টি হকিস্টিক ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর টঙ্গী ব্রিজ এর দক্ষিণে মাধু মেম্বারের বাড়ির ঘাটের দক্ষিণ পাশ থেকে তাদেরকে দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল সহ আটক করে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্ট্যান্ট কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজ জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর ঢাকার উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর টঙ্গী ব্রিজ এর দক্ষিণে মাধু মেম্বারের ঘাটের দক্ষিণ পাশের্^ একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে দ্রæত অভিযান চালিয়ে ডাকাত দলের ৫জন সক্রিয় সদস্যদেরকে হাতেনাতে আটক করে।
(র‌্যাব-১) এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্ট্যান্ট কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা পরস্পর যোগসাজশে ডিবি পরিচয়ে দীর্ঘদিন যাবৎ রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর এবং আশেপাশের এলাকায় সাধারণ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব ডাকাতি করে নিয়ে যায়।
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সাধারণত প্রাইভেট গাড়ি তাদের অন্যতম একটি টার্গেট। এই চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে ওৎ পেতে থাকে এবং রাস্তায় গাড়ি দেখা মাত্রই তারা সিগন্যাল লাইট দেখিয়ে গাড়ীর গতি রোধ করে এবং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ী থেকে নামতে বলে।
লেফটেন্ট্যান্ট কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, এই চক্রের অন্যান্য সদস্যরা আরোহীদের উপর হামলা করে ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয়, শারিরীক নির্যাতন করে, বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে মূল্যবান সামগ্রীসহ সবর্স্ব ছিনিয়ে নেয়। এই সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here