উত্তরায় পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

0
96
728×90 Banner

তুরাগ থেকে মাহফুজুল আলম খোকনঃ ৯ বছরের সফল সাবেক রাষ্ট্রনায়ক বহু উন্নয়নের রুপকার, বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে উত্তরায় মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে তুরাগের বিশ্বনবী (সা:) মাদ্রাসা ও এতিমখানায় এর আয়োজন করে জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: শরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন যৃহত্তর উত্তরা থানা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: ফয়সাল ইসলামসহ অন্যান্যরা।
জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: শরিফুল ইসলাম বলেন, প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অবদান এই দেশের মানুষ যুগে যুগে মনে রাখবে। তার চলে যাওয়া আমাদের এই জাতীর কাছে অপূরণীয় ক্ষতি। আমি যতদিন বেচে আছি উনার মৃত্যু বার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ সব সময় অব্যাহত রাখবো ইনশা আল্লাহ। শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটে যোহরের নামাজ শেষে পল্লীবন্ধুর রোহের মাগফেরাত কামনা করে মিলাদ,দোয়া ও খাবার বিতরন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here