উত্তরায় বাসার ছাদ থেকে ২ গৃহকর্মীর লাশ উদ্ধার

0
268
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায জসিম উদ্দিন রোড এলাকার একটি বাসায় দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হালিমা (১৪) ও রুবি (১৭)। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উত্তরার জসিমউদ্দিন রোডের ৩ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়ির পার্শ্ববর্তী একটি একতলা বাড়ির পাশের ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এবিষয়ে পুলিশ ওই বাড়ির মালিক মাজেদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, আজ সকালে উত্তরা পশ্চিম থানা পুলিশ খবর পেয়ে উত্তরা ৩ নম্বর সেক্টর রবীন্দ্রসরনী রোডের ক্রিসেস্ট হাসপাতাল থেকে নিহত দুই গৃহকর্মীর মরদেহ উদ্বার করে ময়রাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আজ বুধবার ভোর রাত ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরস্থ জসিমউদ্দীন সড়কের ৪০ নম্বর ছয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরস্থ জসিমউদ্দীন সড়কের ছয়তলা গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের ৪০ নম্বর বাড়িতে গৃহকর্মীর হিসেবে কাজ করতো হালিমা (১৪) ও রুবি (১৭) নামে দুই শ্রমিক। ওই বাসায় থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে আজ রাত সাড়ে তিনটার দিকে দুই গৃহকর্মী দরজা খুলে বাড়ির ছাদে যায়। পরবর্তীতে পাশের একটি একতলা বাড়ির ছাদ থেকে রাত পৌনে চারটার দিকে ওই বাড়ির পাশের একতলা বাড়ির ছাদ থেকে কেয়ারটেকার দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উত্তরা ৩ নম্বর সেক্টর রবীন্দ্রসরনী রোডের ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। আরেকজন হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর মারা যায়।
নাম প্রকাশে অনিচছুক ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসতরা জানান, একজনের আগেই মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর মারা যায়। এদের মধ্যে একজনের হাত এবং পা ভাঙা ছিলো। নিরাপত্তাকর্মী তাদের দুইজনকে উদ্ধার করে ভোরে হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহত দুই গৃহকর্মী হালিমা (১৪) ও রুবি (১৭)। তাদের মধ্যে হালিমার বাড়ি লক্ষীপুরে ও রুবির বাড়ি ময়মনসিংহ। তারা ছয়তলার ছাদ থেকে একতলা ভবনের ছাদে কীভাবে গেল, তা জানা যায়নি। তারা লাফিয়ে পড়েছিল, নাকি তাদের ফেলে দেয়া হয়েছে তা জানা যায়নি। নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উত্তরা পশ্চিম থানা পুলিশ আরও জানান, নিহত দুই গৃহকর্মী হালিমা (১৪) ও রুবি (১৭) বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। নিহতের পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here