Daily Gazipur Online

উত্তরায় বিমান দুর্ঘটনায় বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২১ জুলাই (সোমবার) প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, এবং যুন্গ সাধারণ সম্পাদক সাইদুর রহমান হেলাল সহ সকল নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। গণমাধ্যমে প্রেরিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছে। এ ধরনের দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে দুঃখ ভারাক্রান্ত এই সময়ে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার-পরিজন, সহপাঠী ও শিক্ষকসহ সকলের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া আহত হয়ে শতাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সিএলএনবি এবং বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার কল্যাণ পরিষদের শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ২৭ জন নিহত ও শতাধিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন সিএলএনবি চেয়ারম্যান এবং বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি হারুনূর রশিদ।
২২ জুলাই ২০২৫ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এত বেশি মানুষের হতাহত হওয়ার সারা দেশের মানুষ মর্মাহত।
তিনি বলেন, জনাকীর্ণ এলাকা বিমান প্রশিক্ষণ বন্ধ করতে হবে। একই সাথে বিমান বাহিনীর পুরোনো সব বিমান অবসরে পাঠিয়ে বিমানবাহিনীকে আধুনিকায়ন করতে হবে।
তিনি আহতদের আরোগ্য কামনা করে তাদের যথাযথ চিকিৎসার জন্য সরকারকে সবধরণের ব্যবস্থা গ্রহণে আহ্বান জানান এবং নিহত ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে দাবি জানান।
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করুন : সিপিবি(এম)

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক এবং শিক্ষার্থী হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, নিহতদের জন্য শোক ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, আজ ২১ জুলাই ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে উত্তরায় মাইল স্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থী হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ, নিহতদের জন্য শোক প্রকাশ এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকা মহানগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে আরো সতর্ক হওয়া এবং ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের জন্য বিমান বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একইসাথে নিহত-আহত সকলকে ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা প্রদানেরও আহ্বান জানান।
বিবৃতিতে তাঁরা আহতদের রক্তদানসহ চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে সিপিবি(এম) উত্তরাসহ ঢাকার নেতা-কর্মীদের রক্তদানসহ সহায়তা কাজে অংশগ্রহণের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি