Daily Gazipur Online

উত্তরায় মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

এস,এম,মনির হোসেন জীবন : করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রাজধানীর উত্তরায় ১৩ জনকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মো. মোর্শেদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনসচেতনতা বাড়াতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহয়ের নেতৃত্বে আজ বৃদস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী, আজমপুর, হাউজ বিল্ডিং ও আব্দুল্লাহপুর পৃথক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার কর্তৃক নির্দেশিত জনবহুল এলাকায় মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৬৯ ধারা মোতাবেক ১৩ জন ব্যক্তিকে সর্বমোট ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য রক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।