উত্তরায় শিশুর লাশ নিয়ে সড়কে বিক্ষোভ: ৫ ঘণ্টা পর যান চলাচল শুরু

0
253
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার উত্তরা এলাকায় এক শিশুকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই শিশুর লাশ নিয়ে আজ বুধবার সকালে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে, যাতে বেলা ১২টার দিকে আজমপুর এলাকায় প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিমানবন্দর সড়কে শত শত যানবাহন আটকা পড়ে, যার রেশ এসে পড়ে ঢাকার মহাখালী পর্যন্ত। পরে লাঠিপেটা ও কাঁদুনে গ্যাসের শেল ছুঁড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ, তাতে প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল শুরু হয়। বুধবার বিকাল সাড়ে ৪টার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল আলম জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষ ‘জিম্মি হয়ে পড়ায়’ কাঁদুনে গ্যাসের শেল ছুঁড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ কর্মকর্তা নুরুল আলম জানান, দক্ষিণখানের মুন্সী মার্কেটের পাশের বস্তির বাসিন্দা রাজমিস্ত্রী আবদুর রশীদের ৮ বছরের ছেলে রিফাত শনিবার থেকে নিখোঁজ ছিল। সোমবার রাত ১১টার দিকে পাশের অজিত কুমার বসাকের বাড়ির পানির ট্যাংকে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় অজিত ও তার স্ত্রী রেখা রানী বসাককে আসামি করে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তাদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সকালে সড়কে এসে বিক্ষোভ শুরু করে বস্তির লোকজন। তারা মালিককে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করলে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা না মেনে সাধারণ মানুষকে একপ্রকার জিম্মি করে ফেলে এবং দুর্ভোগ বাড়তে থাকে। ফলে বাধ্য হয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here