মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন । তার বয়স আনুমানিক ৬০ বছর । বুধবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, দুপুরের দিকে উত্তরার আব্দুল্লাপুরে সড়ক পারাপারের সময় দ্রæত গতির একটি বাস ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে । পরে পথচারীরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, দুপুরের দিকে রক্তাক্ত জখম অবস্থায় এক নারীকে জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে । আমরা এখনো ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি । সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে । প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে । বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।
উত্তরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
