Daily Gazipur Online

উত্তরায় ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর উত্তরা এলাকা হতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সাদ্দাম হোসেন।
বুধবার বিকাল ৪:৩০টায় উত্তরার আব্দুল্লাহপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১,৯০০ পিস ইয়াবা ও একটি মোবাইল উদ্ধারমূলে জব্দ করা হয়।উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টিম আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে চেকপোস্টে তল্লাশী কার্যক্রম পরিচালনা কালে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাদ্দাম বলেন বিভিন্ন এলাকা হতে ইয়াবা ক্রয় করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
এ সংক্রান্তে উত্তরা পূর্ব থানায় মামলায় রুজু হয়েছে।