ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের উদ্যোগে নব নির্বাচিত কমিটির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহাকে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহেম্মদ সরকার, সাধারন সম্পাদক মনির হোসেন (শিশির), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ( একা) , সহ- সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার, অর্থ সম্পাদক ইসমাঈল হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মানিক হোসেন ( বাবু), নির্বাহী সদস্য তানিম হোসেন, ও নূর হোসেন। সাংবাদিকের উদ্দেশ্য ওসি বলেন, সাংবাদিকতা পেশা একটি মহান পেশা। সাংবাদিক পুলিশ একে অপরের পৃষ্টপোষক। সাংবাদিকরা এগিয়ে আসলে দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রধান ভূমিকা রাখবে। প্রেসক্লাবের মঙ্গল কামনা করেন সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।