
এস,এম,মনির হোসেন জীবন : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতির ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ২০২১ ইং গঠন করা হয়েছে।
গত রোববার রাতে রাজধানীর দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি সাপ্তাহিক উত্তরা বাণী প্রধান কার্যালয়ে বৃহত্তর উত্তরা এলাকার সকল পেশাদার সাংবাদিকদের নিয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হলেন উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাপ্তাহিক উত্তরা বাণী’র সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম বেলার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো: শাহ আলম।
২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হচেছ, সিনিয়র সহসভাপতি মো: আমিনুল হক (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক তথ্যবাণী), সহ সভাপতি মো: নাসির উদ্দিন বুলবুল, (ডেইলি গাজীপুর অনলাইনের সম্পাদক ও প্রকাশক),সহসভাপতি মো: বাবুল বিক্রমপুরী ( সম্পাদকও প্রকাশক,সোনার বাংলা বিডি.ডটকম), যুগ্ন সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, (এশিয়ান টিভি),সহ সাধারণ সম্পাদক মো: মুখলেছুর রহমান মাসুম (সম্পাদক ও প্রকাশক দৈনিক আজকের আলোকিত সকাল),সাংগঠনিক সম্পাদক এস,এম,মনির হোসেন জীবন,(বাসস), অর্থ বিষয়ক সম্পাদক, মো: ফজলুল হক, (সম্পাদক ও প্রকাশক,মাসিক ব্যাংক সমাচার), প্রচার সম্পাদক মো: আমিনুল ইসলাম আমান, (ডেইলি বাংলাদেশ টাইমস),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ এম হেমায়েত হোসেন (ডেইলি মুসলিম টাইমস),মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী ( সম্পাদক ও প্রকাশক, ক্রাইম প্রেট্রোল বিডি ডটকম), ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুল হক খোকন ( দৈনিক জনতা), প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক জসীম উদ্দিন হায়দার, তথ্য প্রযুক্তি সম্পাদক, শাহজাহান চৌধুরী (দৈনিক নতুন সময়), ক্রীড়া সম্পাদক আলা উদ্দিন আল আজাদ ( বিজয় টিভি), সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মো: গোলাম মোস্তফা (দৈনিক আলোর জগত),সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাবেদ আল মামুন ( দৈনিক খোলা কাগজ),দপ্তর সম্পাদক মো: মিরাজ শিকদার (সকাল-আনন্দ টিভি), তথ্য যোগাযোগ ও গবেষনা সম্পাদক মো: আমিনুল ইসলাম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সহ প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ( দৈনিক আজকের আলোকিত সকাল), সহ দপ্তর সম্পাদক মো: সাকিবুল হাসান ( দৈনিক সংবাদ দিগন্ত) ও নারী বিষয়ক সম্পাদক : এছাড়া কার্যকরী নির্বাহী সদস্য তিন জন। তারা হলেন- শেখ মনিরুজ্জামান জুয়েল (ঢাকা-টিভি),এস,এম,মুনছুর মাসুদ ( চ্যানেল সেভেন বিডি ডটকম) ও মো: গোলাম ফারুক ( দৈনিক রাজধানীর সুপ্রভাত)।
অভিনন্দন
উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম তোফাজ্জল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডেইলি গাজীপুর আনলাইন ডটকম এর সম্পাদক ও প্রকাশক জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক তথ্যবাণী’র সম্পাদক ও প্রকাশক মো: আমিনুল হক।






