Daily Gazipur Online

উল্লাপাড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ : গরীব ও অসহায়দের ১০টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করেছে সরকার। “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শীর্ষক কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ১৭০০ ব্যক্তি কে ১০টাকা কেজি দরে চাউল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদে চাল বিক্রির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার।


ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার জানান, চলতি বছরে ওই কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৭০০ ব্যক্তিকে চাল বিতরণ করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কোন প্রকার অনিয়ম দুর্নীতি মেনে নেয়া হবে না। আমন ধান রোপনের পরে ক্ষুদ্র প্রান্তিক পরিবারের সদস্যরা এ চাল পেয়ে উপকৃত হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হোসেন, উল্লাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সামাদ সরকার, ট্যাগ অফিসার আবু সাঈদ,ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোমিন ভূইয়া সহ আরো ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ প্রমুখ।