Daily Gazipur Online

এইচআইভি সংক্রমন প্রতিরোধে সেনসিটাইজেশন সভা

মোঃ বায়েজীদ হোসেন: বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সহযোগীতায় গাজীপুর উপজেলা সদর হেল্থ কমপ্লেক্স ডিআইসি কর্তৃক আয়োজিত এইচ আইভি/এইডস প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাঃ জাকিয়া সুলতানা, এমওডিসি, সিভিল সার্জন অফিস গাজীপুর, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ তানিয়া রাশিকা, এসিস্টেন্ট সার্জন, উপজেলা  স্বাস্থ্য  ও পবিার পরিকল্পনা অফিস, গাজীপুর সদর। সভা পরিচালনা করেন সত্যরঞ্জন ধর, জেলা স্বাস্থ্য  তত্ত¡াবধায়ক, সিভিল সার্জন অফিস, গাজীপুর। সভায় এইচ আইভি/এইডস কার্যক্রম বিষয়ে ভবেন্দ্র নাথ মল্লিক, ডিআইসি ম্যানেজার, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিস্তারিত উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ বায়েজীদ হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম, আইনজীবি মাফুজুর রহমান, শিক্ষিকা নুন্নাহার আক্তার, পুলিশ ইনসপেক্টর মতিউর রহমান সহ অন্যান্য উপস্থিত ব্যক্তি বর্গ। এসময় উপস্থিত ছিলেন ডাক্তার, আইনজীবি, আইন প্রয়োগকারী সদস্য, সাংবাদিক, ইমাম, পুরোহিত, বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, হিজড়া, সহকারে গণ্যমান্য ব্যক্তিগণ। সকলেই এইচ আইভি/এইডস প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ও এইচ আইভি/এইডস প্রতিরোধে গাজীপুর ডিআইসিকে সার্বিক ভাবে সহযোগীতার অশ্বাস প্রদান করন।