Daily Gazipur Online

এইচএসসির ৫ দিনের পরীক্ষার সূচি পরিবর্তন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: চলমান এইচএসসি পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করা হয়েছে। ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে, ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেওয়া হবে। এছাড়া ৪ মে ও ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল সোমবার এ তথ্য জানান। শবেবরাতের কারণে একদিনের এবং অন্যগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চারদিনের পরীক্ষার সূচি বদলে দেওয়া হয়েছে বলে জানান জিয়াউল হক। আগামী ২১ এপ্রিল রাতে শবেবরাত পালিত হবে, সরকারি ছুটি থাকবে পরদিন ২২ এপ্রিল। জিয়াউল হক জানান, ২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবেবরাতের ছুটি ধরে পরীক্ষার সূচি প্রণয়ন করা হয়েছিল। গত ১ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আগামী ১১ মে এইচএসসির তত্ত¡ীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১২ মে শেষ হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা। অন্য পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান জিয়াউল হক।