Daily Gazipur Online

একই জখমীর দুই ধরনের সনদ চিকিৎসককে আদালতে কারন দর্শানো নোটিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আশরাফুল ইসলামকে কেন সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হবে না মর্মে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের আদালত বুধবার এ আদেশ দিয়েছেন।
জানা গেছে, ফৌজদারি অপরাধের জি.আর-৫২৫/১৮ মামলায় একই জখমীর দুই ধরনের সনদ আদালতে সরবরাহ করেন ডা. আশরাফুল ইসলাম। বিষয়টি আসামি পক্ষের আইনজীবী আদালতের নজরে আনেন। আদালত ৫ এপ্রিল চিকিৎসক আশরাফুল ইসলামকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। ধার্য তারিখে তিনি উপস্থিত হননি। পরবর্তিতে ১২ জুন, বুধবার তারিখ ধার্য রাখেন আদালত। এদিনও ওই চিকিৎসক আদালতে আসেননি। আদালতের আদেশ অমান্য করায় বুধবার চিকিৎসক আশরাফুল ইসলামকে এমন কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন।