একজন পরোপকারী পুলিশ অফিসার এসি রাকিবা

0
268
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা: একজন সৎ,নিষ্ঠাবান ও পরোপকারী পুলিশ অফিসারের নাম হচ্ছে রাকিবা ইয়াসমিন। আসলে দোষগুন নিয়েই মানুষের জন্ম। কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা আসলেই একটু ব্যাতিক্রম। তেমনি একজন মানবিক পুলিশের এসি পেয়েছেন (দক্ষিনখান জোন),উত্তরা বিভাগ। একজন নারী হয়েও তিনি দক্ষিনখান জোনের আইন-শৃঙ্খলাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করে চলেছেন। ৩৫তম বিসিএস ক্যাডারে উত্তির্ন হয়ে নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করার জন্যই পুলিশ বাহিনীতে এসেছেন বলে অনেক জুনিয়র অফিসাররা মন্তব্য করেন। আবার অনেকে বলেন ম্যাডাম অনেক রাগী। আসলে অন্যায় আবদারে তিনি কঠিন আর সঠিককাজে সর্বদা উদার । সাংবাদিকতার কারনে তাকে প্রায় সময় কাছথেকে দেখার সুযোগটা পেয়েছি। একজন সহকারী পুলিশ কমিশনার হওয়া স্বর্তেও তার মধ্যে কখনোই কোন অহমিকা কাজকরতে দেখা জায়নী। কোন সমস্যা নিয়ে তারকাছে গেলে তিনি সমাধানকল্পে আপ্রাণ চেষ্টা করেন বলে অনেক সেবাগ্রহীতা বলেন। না পারলে হাসিমুখে বিদায়দেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তরখান ও দক্ষিনখান থানায় হয়রানি অনেকাংশে কমে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান। এছাড়াও মহিউদ্দিন, আইনুল, নন্দিতা নামের ৩ জন সেবা গ্রহিতা বলেন থানায় একটি অভিযোগ করতে এসেছিলাম গোরীমসি করছিল ম্যাডামের কাছে গিয়ে বলার পর কাজ হয়ে যায়। অন্যজন বলেন মামলা করতে গেলে মামলা দিতে কতকিছু শুনতে হল। কিন্তু পাশের বাড়ির একজনের পরামর্শে আপার কাছে গিয়ে সমাধান পেয়েছি। আসলে নাগরিক চায় একটু সেবা বা ভালো ব্যবহার। এতেই তারা সন্তুষ্ট। একজন বড় বৃদ্ধ কথা বলতে গিয়ে হাত তুলে বলেন প্রত্যেক ঘরে ঘরে যেন রাকিবা ইয়াসমিনের মত মানুষের জন্ম হয়। রাকিবা ইয়াসমিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ভাই কোন অপরাধ করছি ভাই কেন এত খোজ খবর নিচ্ছেন। আপনাদের সাথে থাকতে চাই। সেবা করতে চাই সবসময়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here