Daily Gazipur Online

একটি ইট ও খুলতে দেওয়া হবে না, মুগদা বাড়ির মালিকগণের হুশিয়ারী

ডেইলি গাজীপুর প্রতিবেদক :মুগদা মেইন রোড বাড়িওয়ালা কল্যাণ সোসাইটি’র নেতৃবৃন্দ ১৩ নভেম্বর ২০১৯ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছেন । প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা জানান যে, রাজউক কর্তৃক মুগদা বিশ^রোড থেকে মান্ডা আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের মালিকানাধীন গ্রীন মডেল টাউন পর্যন্ত রাস্তা ৬০ ফুট প্রসস্থ করনে কোন নকশা অনুমোদিত নাই। মান্ডা এলাকায় যে সকল বাড়িঘর সরকারি জায়গার উপর নির্মিত হয়েছিল সে সকল বাড়িঘর ভাংগা হয়েছে। যাহা সরকারের প্রচলিত বিধান মতে সরকারি জায়গা উদ্ধারের চলমান প্রক্রিয়ার অংশ। স্থানীয় বাড়ির মালিকগণ তিব্র ক্ষোভ প্রকাশ করে আরো বলেন যে, মুগদার পরবর্তী এলাকায় সরকারী কোন বড় ধরনের প্রতিষ্ঠান না থাকায় মহল্লার মধ্যে ৬০ ফুট প্রসস্থ রাস্তার কোন যুক্তিকতা নাই। শতাধিক বছরের পুরানো মালিকানাধীন বাড়িঘর ভেংগে অহেতুক রাস্তা প্রসস্থকরণ কোন গনতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। বাপ-দাদার আমলের বাড়িঘর ভেংগে রাস্তা প্রসস্থ করণের প্রয়োজনীয়তা না থাকায় যেকোন মুল্যে এই পরিকল্পনা প্রতিহত করা হবে বলে বাড়ির মালিকগণ হুশিয়ারী দেন।

সংগঠনের সভাপতি এ.এস.এম সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাহাবুবুর রহমান, ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), সফিকুল ইসলাম টিপু, ইয়াকুব আলী, মীর হাসান (মিন্টু) প্রমূখ।