
ডেইলি গাজীপুর প্রতিবেদক: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোরের বাণী ও ডেইলি গাজীপুর (dailygazipuronline.com) এর উপদেষ্টা সম্পাদক ডা. নাজিম উদ্দিন আহমেদ সম্প্রতি বেসরকারী টেলিভিশন মাছরাঙ্গা টেলিভিশনে রাঙ্গা সকালে একটি সাক্ষাৎকারে প্রদান করেন, ডেইলি গাজীপুরের পাঠকদের জন্য তার সংক্ষিপ্ত লেখনী ভিডিও প্রকাশ করা হল। ভিডিওটি দেখতেএই লিংকে ক্লিক করুন : https://youtu.be/THPY5uMt8w8
ডা. নাজিম উদ্দিন আহমেদ একজন চিকিৎসক, মুক্তিযোদ্ধা, কল্যানকামী কর্মঠ মানুষ। নিজের সেবা দিয়ে তিনি সমাজপ্রীতি, সেবা ও মানব প্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেছেন। ১৯৬৬ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজকে মোনায়েম খান মেডিক্যাল কলেজ নামকরণ করার বিরুদ্ধে গড়ে তুলেছিলেন দুর্বার ছাত্র আন্দোলন। ১৯৭০ সালে প্রলংকরী ঘূর্ণীঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ মানুষদের সেবায় রিলিফ ও মেডিক্যাল টিমের নেতৃত্বদান করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে অপারেশনের যন্ত্রপাতি ও কিছু ওষুধসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর খালেদ মোশাররফের অধীনে মতিনগরে যোগ দেন। পরবর্তী সময়ে সোনামুড়ার হাসপাতালটি বিশ্রামগঞ্জে স্থানান্তরিত হলে তিনি সেখানে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।






