Daily Gazipur Online

একুশের বইমেলায় আলতাফ হোসেন সিরাজীর কবিতার বই “যদি এবং তথাপি”

মোঃ রাজীব হোসেন, টঙ্গী, পূবাইল, গাজীপুর: অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে দ্বীপজ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে কবি আলতাফ হোসেন সিরাজীর দ্বিতীয় প্রকাশিত বই। বইটিতে ৭৩টি কবিতা লেখা আছে। বইটির শুভেচ্ছা মূল্য ২৭০ টাকা। বইটি বইমেলার ৮৭, ৯১, ১১৬, ১২৩, ১২৭, ১৩৭, ১৫২ নং স্টলে পাওয়া যাচ্ছে। আলতাফ হোসেন সিরাজী ১৯৭৩ সালে পূবাইল থানার লক্ষনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবি ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই কবিতার প্রতি আকৃষ্ট। কবিতা, ছড়া, গান, গল্প লেখা ভীষন ভাবে ত্বাড়িত করে। তিনি বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন। কবি আলতাফ হোসেন সিরাজী বলেন, যা এক স্বতন্ত্র ধারায় প্রবাহিত নতুন লিখনি কবিতার বই। যা পাঠককে নির্মল রসদ যোগিয়ে অন্য মাত্রায় নিয়ে যাবে। শত শত বছরের ইতিহাস হলো প্রেম বিরহ। প্রেম বিরহে পুরে পুরে অঙ্গার হয়ে আমি আজ প্রেমিক পুরুষ। কিন্তু কখনও প্রেমের আলিঙ্গন বুঝিনি। খুজতেও চেষ্টা করিনি। সুস্থ্য, সুন্দর সমাজ প্রতিষ্ঠা আমাদের জীবনধারা উন্নয়নের যে স্বপ্ন দেখছি, তা ডানা মেলে আপনাদের হৃদয়ে জেগে উঠবে আমার এই কবিতার বই।