এক মঞ্চে ঢালিউড অ্যাওয়ার্ডে ফারুক ও সুর্বণা মুস্তাফা

0
189
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: প্রায় দেড়যুগ ধরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। নিউইয়র্কে শো-টাইম মিউজিক আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ডের ১৮তম আসর বসবে আগামি ৭ এপ্রিল। এবারের আয়োজনে একাধিক চমক নিয়ে আসছেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। নিউয়র্কের জ্যামাইকার এমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় এই আসরটি। সর্বশেষ সানি লিওনের একটি বিশেষ পারফর্মেন্সের ঘোষণা দিয়ে চমক লাগিয়ে দেন। মাত্র একদিনেই পুরো ইভেন্টের সব ধরনের টিকেট শেষ হয়ে যায়।
এছাড়াও এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন দুই বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তি ও সংসদ সদস্য। যার একজন চিত্রনায়ক ফারুক। অন্যজন সূবর্ণা মুস্তাফা। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে এই দুই বরেণ্য তারকাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।এবারের আয়োজন প্রসঙ্গে আলমগীর খান আলম বলেন, ‘গত ১৭ বছর ধরে এটি বাঙালির অন্যতম উৎসবের দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমন একটি প্লাটফর্মে দেশের শিল্পীদের সম্মানিত করতে পারছি এটিই সবচেয়ে বড় আনন্দের।’
উল্লেখ্য, ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মূলত দর্শক জরিপের মাধ্যমে তারকা বাছাই ও সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here