এক মাসের মধ্যে ৯ম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করতে হবে —সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ

0
218
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী ১ (এক) মাসের মধ্যে ৯ম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ, সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাশ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢালাওভাবে ছাঁটাই বন্ধকরণ ও ছাঁটাইকৃতদের পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে আজ ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, সাবেক মহাসচিব ওমর ফারুক, সাংবাদিক নেতা শেখ মামুনুর রশীদ, খন্দকার মোজাম্মেল হোসেন, কর্মচারী ফেডারেল সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মতলু মল্লিক, শাহে আলম, আল মামুন প্রমুখ। সভা পরিচালনা করেন বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ।
সমাবেশে ঐক্যপরিষদ নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম শিল্পে স্থিতিশীলতার স্বার্থে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের জীবন-জীবিকার নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, ৮ম ওয়েজবোর্ডের সকল সুযোগ-সুবিধা পওয়ার পর অনেক পত্রিকায় ঢালাওভাবে ছাঁটাই চলছে। ছাঁটাইকৃত সংবাদকর্মীরা ন্যায্য পাওনা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে মানবেতর জীবন যাপন করছে। ফলে এশিল্পে অস্থিরতার সৃষ্টি হচ্ছে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, সংবাদপত্র ও টিভি চ্যানেল থেকে ঢালাওভাবে ছাঁটাই বন্ধ করতে হবে। ১ মাসের মধ্যে ছাঁটাইকৃতদের সকল পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় ঐক্যপরিষদ কঠোর কর্মসূচি দিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here